ওয়ার্ডপ্রেস কমেন্ট স্প্যাম রোধে অনেক প্লাগিন আছে যা থেকে কমেন্টে স্প্যামিং রোধ করা যায়, কিন্তু আমরা চাইলে খুব সহজেই কোন প্রকার প্লাগিন ব্যবহার ছাড়াই ওয়ার্ডপ্রেস কমেন্ট স্প্যামিং রোধ করতে পারি 🙂
সাধারণত কমেন্ট স্প্যামিং টুল গুলো কোন একটা সাইট টার্গেট করে / কোন প্রকার টার্গেট ছাড়াই ওয়ার্ডপ্রেস কমেন্ট ফিল্ড গুলো পূরণ করে পাঠিয়ে দেয়, এমন কি সার্ভার সাইডে কমেন্ট প্রটেকশনের জন্যে কোন ফিল্ড দেওয়া থাকলে ও কমেন্ট বট গুলো ওই ফিল্ডে বুঝে ডাটা পূরণ করে পাঠিয়ে দিতে পারে ।
এই জন্যে কমেন্ট স্প্যামিং রোধক ফরম ফিল্ড ব্যবহারের জন্যে আমরা জাভাস্ক্রিপ্ট ব্যবহার করব 🙂 চলুন কোডে চলে যাই।
প্রথমে আপনার ওয়ার্ডপ্রেস থিমের জাভাস্ক্রিপ্ট ফাইলে এই কোড টা ব্যবহার করুন যাতে কমেন্ট ফরম সাবমিটের সাথে সাথে কমেন্ট ফরমে একটা ইনপুট ফিল্ড যোগ হয়ে যায়ঃ
1 2 3 |
$( "#commentform" ).on('submit', function(e){ $( this ).append( '<input type="hidden" name="is_legal_comment" value="1">' ); }); |
এবার functions.php ফাইলে preprocess_comment ফিল্টারে আমাদের দেওয়া ইনপুট ফিল্ডের ডাটা আছে কিনা চেক করে নিব
1 2 3 4 5 6 7 8 |
add_filter( 'preprocess_comment', 'verify_no_spam_comment' ); function verify_no_spam_comment( $commentdata ) { if ( ! isset( $_POST['is_legal_comment'] ) ) wp_die( __( 'You are bullshit' ) ); return $commentdata; } |
ব্যাপারটা খুবই সাধারণ, কিন্তু যাদের জাভাস্ক্রিপ্ট ডিজেবল করা থাকে বা থিমে জাভাস্ক্রিপ্টে এরর এর জন্যে কমেন্ট ফরমে ইনপুট এপেন্ড হবে না যার কারণে কমেন্ট সাবমিট হবে না এবং এরর দেখতে পাবে।
স্প্যামিং বট বা cURL দিয়ে কেউ যদি কমেন্ট স্প্যামিং করার চেষ্টা করে তবে তা রোধ হবে 🙂